Home জাতীয় অপরাধ ইংল্যান্ডে ট্রেনের ভেতরে এলোপাতাড়ি ছুরিকাঘাত, আহত ৯ যাত্রী
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকদুর্ঘটনা

ইংল্যান্ডে ট্রেনের ভেতরে এলোপাতাড়ি ছুরিকাঘাত, আহত ৯ যাত্রী

Share
Share

যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারে একটি যাত্রীবাহী ট্রেনের ভেতর ভয়াবহ ছুরি হামলার ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে। শনিবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে হান্টিংডন স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ পরিবহন পুলিশ জানায়, ট্রেনটি সাউথ ইয়র্কশায়ারের ডঙ্কাস্টার শহর থেকে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানী লন্ডনের কিংস ক্রস স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রার প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি হান্টিংডনের কাছে পৌঁছালে হঠাৎই হামলাকারীরা যাত্রীদের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ১০ জন যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এক প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে জানান, “ট্রেনটি যখন হান্টিংডনের কাছে পৌঁছায়, তখন একজন রক্তাক্ত অবস্থায় আমাদের কামরায় ঢুকে বললেন, ‘তাদের কাছে ছুরি আছে, তারা আমাকে মেরেছে।’ এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে জানা যায়, আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।”

বিবিসি জানিয়েছে, ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামার পরপরই পুলিশ ট্রেনে উঠে তল্লাশি চালায় এবং ঘটনাস্থল থেকেই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, ব্রিটিশ পরিবহন পুলিশ জানিয়েছে, হামলার কারণ বা উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিষয়টি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত কি না— তদন্তকারীরা তা যাচাই করে দেখছেন। দেশটির গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যে গণপরিবহনে এমন হামলার ঘটনা বিরল, তবে এবারকার ঘটনাটি “অত্যন্ত উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আজ বিশ্ব স্ট্রোক দিবস

স্ট্রোকের ঝুঁকি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বাড়াতে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে স্ট্রোক দিবস। প্রতি বছর ২৯ অক্টোবর পালিত হয় বিশ্ব স্ট্রোক দিবস,...

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, ১৪ সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান ও নৌ-হামলায় অন্তত ১৪ জন সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট...

Related Articles

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৫

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা প্রদেশের হেরমোসিলো শহরে একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৫...

কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লায় বাড়ির পাশের একটি গর্তের ময়লা পানিতে পড়ে...

আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে ১৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার...

বিমানযাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ পিস ইয়াবা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীর পাকস্থলীত থেকে বিপুল পরিমাণ...