Home জাতীয় আশঙ্কামুক্ত সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী, দোয়া কামনায় স্ত্রী তিশা
জাতীয়বিনোদন

আশঙ্কামুক্ত সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী, দোয়া কামনায় স্ত্রী তিশা

Share
Share

বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী অসুস্থ হয়ে পড়েছেন। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিশা বিষয়টি নিশ্চিত করেন।

তিশা লিখেছেন, “মোস্তফা সরোয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।”

সরকারি সফরে অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চার দিনের জন্য কক্সবাজারে যান সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত “সংস্কৃতি হাব” ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে তার উপস্থিত থাকার কথা ছিল।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, শনিবার (১৬ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সফরের বাকি কর্মসূচি বাতিল করা হয়। জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দর থেকে ফারুকীকে ঢাকায় আনা হয়।

কক্সবাজারে অবস্থানকালে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে স্থানীয় চিকিৎসকরা ফারুকীকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপ এবং ক্লান্তির কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

ফারুকীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সংস্কৃতি অঙ্গনের সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিচ্ছেন। একজন নাট্যব্যক্তিত্ব লিখেছেন, “ফারুকী শুধু একজন নির্মাতা নন, তিনি সংস্কৃতির এক প্রাণ। তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মোস্তফা সরোয়ার ফারুকীর হঠাৎ অসুস্থতা ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভয়াবহ মেঘ বিস্ফোরণে জম্মু-কাশ্মীরে নিহত ৪৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিস্তার জেলার চাশোতি গ্রামে ভয়াবহ মেঘ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিখোঁজদের সংখ্যা ও...

বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় ১৫ আগস্ট

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকারময় দিন হিসেবে চিহ্নিত। ধানমন্ডি ৩২ নম্বরের নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা...

Related Articles

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১৩

গাজীপুরে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট...

গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে...

নাটোরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, পলাতক বাবা

নাটোরের সিংড়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। নিহত শরিফুল ইসলাম...

হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম বেলী বেগম...