জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজে ঢল নামে মুসল্লিদের।
দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেই ঈদের নামাজ আদায়ের জন্য রোববার (৩০ মার্চ) ভোর থেকেই আল-আকসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন হাজার হাজার ফিলিস্তিনি।
এর আগে ইসরায়েলি সেনারা মসজিদের প্রবেশমুখে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের সুযোগ পান ফিলিস্তিনিরা।
এদিকে বিধ্বস্ত গাজায়ও ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে তাদের মধ্যে কোনো আনন্দ ছিল না। এবারও দেশটির নাগরিকরা স্বজনদের লাশ কাঁধে বয়েই ঈদ উদযাপন করেছে। যুদ্ধবিরতি ভেঙে গাজায় দখলদার ইসরায়েল নির্বিচারে বোমাবর্ষণ চালিয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, ঈদের জন্য কোনো যুদ্ধবিরতি নেই।
এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র ঈদুল ফিতরের নামজ অনুষ্ঠিত হয়েছে।
Leave a comment