Home আন্তর্জাতিক আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Share
Share

আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দোহায় পৌঁছান। এর আগে সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা অভিমুখে রওনা দেন।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এবারের আর্থনা সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’ সম্মেলনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় হবে।

চার দিনের এ সফরে অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান,কাতারের আমিরের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা এই সফরে অংশ নিচ্ছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উল্লেখ্য,  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদও কাতারে গেছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম পৌঁছেছেন ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফর করছেন  । এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছে গেছেন তিনি। বুধবার (১৪...

সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় ‘অস্ত্র বিক্রির চুক্তি’ করেছে যুক্তরাষ্ট্র

প্রায় ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে। রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে...

Related Articles

ঈদযাত্রায় বাসের আগাম টিকিট পাওয়া যাচ্ছে আজ থেকে

সামনে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে আজ শুক্রবার থেকেই বাসের অগ্রিম টিকিট...

কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত হয়েছেন কলেজছাত্র। 

কুষ্টিয়ার মিরপুরে মাঠে তামাক গাছ কাটার সময় বজ্রপাতে বিজয় (২১) নামে এক...

আগে ছিলাম কুকুরের মুখে, এখন পড়েছি বাঘের মুখে : মির্জা আব্বাস

বর্তমান সরকারের হাতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির...

পিএসএলে খেলবেন সাকিব!

দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের...