সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুমতি ছাড়া এক নারীর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এক ব্যক্তিকে ২০ হাজার দিরহাম জরিমানা করেছেন দেশটির আদালত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ছয় লাখ টাকারও বেশি।
রোববার (১৯ অক্টোবর) খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়, আবুধাবির ফ্যামিলি, সিভিল ও অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লেমস কোর্ট গত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে। আদালত অভিযুক্ত ব্যক্তিকে নারীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে।
আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ওই নারীর ছবি ও ভিডিও একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন, যা তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করে। পরে ভুক্তভোগী নারী ক্ষতিপূরণের মামলা করলে আদালত তার পক্ষে রায় দেন।
এর আগে আবুধাবি ক্রিমিনাল কোর্টও একই অভিযোগে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছিল। আপিল আদালত রায় বহাল রাখায় বিষয়টি এখন চূড়ান্ত হয়েছে।
রায়ে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সিভিল ট্রানজ্যাকশনস আইনের ২৮২ ধারার উদ্ধৃতি দিয়ে বলা হয়, “কেউ যদি অন্যের ক্ষতি করে—সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে করুক—ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে অভিযুক্ত ব্যক্তি।”
বিশেষজ্ঞরা বলছেন, আমিরাতে কারও অনুমতি ছাড়া তার ছবি, ভিডিও, ভয়েস নোট বা স্ক্রিনশট শেয়ার করা ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ লাখ দিরহাম জরিমানা, কারাদণ্ড বা বিদেশিদের ক্ষেত্রে দেশ থেকে বহিষ্কারের শাস্তিও হতে পারে।
Leave a comment