সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি নাগরিক লটারি ড্রয়ে জিতে নিয়েছেন আড়াই কোটি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি ৫০ লাখ টাকারও বেশি (প্রতি দিরহাম ৩৩ টাকা ৪০ পয়সা ধরে)। এই বিপুল অর্থ জিতে মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল আলোচনায় উঠে এসেছেন।
প্রভাবশালী ইংরেজি দৈনিক গালফ নিউজ-এর খবরে জানানো হয়েছে, আবুধাবির জনপ্রিয় ‘বিগ টিকিট র্যাফেল ড্রয়ের’ সর্বশেষ গ্র্যান্ড প্রাইজ জিতে বেলাল এই অর্থ পেয়েছেন। র্যাফেল ড্রয়ের ইতিহাসে অন্যতম বড় জ্যাকপট জয় এটি। বেলাল গত ২৪ জুন ০৬১০৮০ নম্বর টিকিটটি ক্রয় করেছিলেন। ৩ জুলাই অনুষ্ঠিত ড্রতে টিকিট নম্বরটি ঘোষিত হলে বিপুল অঙ্কের এই পুরস্কারটি তার ভাগ্যে জোটে।
তবে ড্রয়ের সময় উপস্থাপক রিচার্ড ও বুশরা, বিজয়ী বেলালের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। কল ধরেননি তিনি। আয়োজকরা জানিয়েছেন, তারা এখনো যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির ‘এই বিগ টিকিট র্যাফেল ড্রটি’ অত্যন্ত জনপ্রিয়। প্রতিমাসেই বহু প্রবাসী এতে অংশগ্রহণ করেন।
আগের মাসে এই লটারিতে আরব আমিরাতের এক নাগরিক ২ কোটি দিরহাম এবং অপর এক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জিতেছিলেন এমন জয়ের খবরে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে । সামাজিক যোগাযোগমাধ্যমে বেলালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অনেকে। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি বেলাল।
Leave a comment