বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তরুণরা। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) বিচারের বিষয়েও আলোচনা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে ঢাকার শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
উমামা ফাতেমা বলেন, “শেখ হাসিনা তাঁর মেয়ে সায়মা ওয়াজেদকে রাজনৈতিকভাবে সুবিধা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক পদে বসিয়েছেন। এটি পুনর্বিবেচনা করা উচিত বলে আমরা জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছি।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম এই সময় গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম করছে। আমাদের দাবি, আওয়ামী লীগের বিচার যেন যথাযথভাবে হয়। জাতিসংঘ কি আমাদের এই বিষয়ে কোনোভাবে গাইড করতে পারে? শেখ হাসিনা ও তাঁর দোসরদের আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) বিচারের আওতায় আনার সুযোগ আছে কি না?”
উমামা অভিযোগ করেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতের আশ্রয়ে রয়েছেন। অথচ ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধের বিষয়টিও বৈঠকে আলোচনা হয়েছে।”
বৈঠকে তরুণরা দেশের অর্থনৈতিক সংকট, অর্থ পাচার, নারীর নিরাপত্তা, ক্ষমতায়ন এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা জানান, তিনি বৈঠকে আদিবাসীদের অধিকার এবং বৈসাবি উৎসবে সরকারি ছুটি দেওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন।
Leave a comment