‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার শোভাযাত্রায় ছোট, বড়, মাঝারি মিলে ২১টি মোটিফ ছিল। এ ছাড়া ২৮টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে শোভাযাত্রায়।
সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হয় । মোটিফগুলোর শুরুতে ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি, এরপরে যথাক্রমে বাকি ছয়টি প্রধান মোটিফ- বাঘ, মাছ, পুতুল, পালকি, ৩৬ জুলাই, তরমুজের পালি রাখা হয়।
মোটিফের পরে রাখা হয়েছিল পটচিত্রগুলো। পটচিত্রগুলোর মধ্যে ছিল – পটচিত্র আকবর, পটচিত্র বেহুলা, গাজীর পট, পটচিত্র বনবিবি, পটচিত্র বাংলাদেশ ইত্যাদি। এ ছাড়াও মাঝারি ও ছোট মোটিফ ছিল।
জাতিগোষ্ঠীর মধ্যে ছিল মারমা, ম্রো, চাকমা, খুমি ত্রিপুরা, পাঙখুয়া, রাখাইন, মনিপুরী, খাসিয়া, চা জনগোষ্ঠীসহ অনেকে।
Leave a comment