আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল । ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ড নিজ নিজ ব্যবস্থাপনায় ফলাফল প্রকাশ করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই নির্ধারিত সময়েই প্রকাশ করা হচ্ছে ফল। ফলাফল দেখতে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, এসএমএস এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবে।
ফলাফল জানার জন্য শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম, বোর্ডের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখতে পারবে। এছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে “SSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর সাল” ফরম্যাটে লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে। যেমন: SSC DHA 123456 2025। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে EIIN নম্বর ব্যবহার করে দেখা যাবে। এছাড়া রেজাল্ট শিটও বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
ফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবে। ১১ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে টেলিটক সিম ব্যবহার করে আবেদন করতে হবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে “RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড” লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। একাধিক বিষয়ের জন্য কোডের মাঝে কমা (,) দিতে হবে, যেমন: RSC DHA 123456 101,107,109।
শিক্ষার্থীদের সুবিধার্থে এবারের ফলাফল প্রকাশ প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত করতে নেওয়া হয়েছে উদ্যোগ।
Leave a comment