ঢাকার আজিমপুরের বিসি দাস স্ট্রিটে তাহিয়া তাসনিম ওরফে ফিমা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তার পরিবারের দাবি, স্বামী কাজী সাগর তাকে হত্যা করে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা তাজুল ইসলাম জানান, দেড় বছর আগে নিউ পল্টনের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী কাজী সাগরের সঙ্গে তাহিয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা জানতে পারেন, সাগরের এটি দ্বিতীয় বিয়ে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। কিছুদিন আগে তাহিয়াকে বাবার বাসায় এনে রাখা হয়।
তাজুল ইসলামের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তারা বাইরে গেলে সাগর বাসায় ঢুকে তাহিয়াকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন। রাত সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে তাহিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে বাম চোখের নিচে ফোলা, নাকে আঘাতের দাগ, গলার দুই পাশে কালো দাগ ও নখের আঁচড়ের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় তাহিয়ার পরিবার লালবাগ থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে। লালবাগ থানার ওসি ক্যাশৈনু জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।
Leave a comment