আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও শেয়ার হচ্ছে।
এ প্রসঙ্গে বুধবার (১৯ নভেম্বর) সংবাদমাধ্যমকে দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের স্পষ্টভাবে জানান—‘তথ্যটি সঠিক নয়।’ তবে দুপুরের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টের কারণে অনেকেই বিষয়টিকে সত্য ধরে নিয়ে আজহারীকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।
আজহারীর মনোনয়ন পাওয়ার গুঞ্জন দলে বা সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি নিশ্চিত না করলেও, এরই মধ্যে বিষয়টি অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
Leave a comment