বিএনপি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
বিএনপি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই ঘটনার সমালোচনা করে একে জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর মাধ্যমে প্রচারিত বিবৃতিতে জানানো হয়, হামলাটি পূর্বপরিকল্পিত। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের একটি সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে, সেটিতে আগুন দেয় এবং স্থাপনায় ভাঙচুর চালায়।বিবৃতিতে বিএনপি ভারত সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য বাংলাদেশকে ঘৃণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে, তা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী উত্তেজনা সৃষ্টি করবে।”বিএনপি মহাসচিব আরো বলেন, “বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতকে শ্রদ্ধাশীল হতে হবে। একইসঙ্গে আমরা আশা করব, যারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের ফিরিয়ে দিয়ে বিচারের মুখোমুখি করার জন্য ভারত সরকার সহায়তা করবে।”আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং প্রভাবএই ধরনের হামলা কূটনৈতিক সম্পর্কের জন্য একটি গুরুতর হুমকি বলে অভিমত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। জেনেভা কনভেনশন অনুযায়ী, কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এমন হামলা কেবল আন্তর্জাতিক সম্পর্ককেই প্রভাবিত করবে না, বরং স্থানীয়ভাবে রাজনৈতিক উত্তেজনাও বাড়াবে।দুই দেশের কূটনৈতিক দৃষ্টিকোণবাংলাদেশ এবং ভারতের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক এবং রাজনৈতিক সম্পর্ক রয়েছে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি উত্তেজনা প্রশমনের পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।রাজনৈতিক প্রেক্ষাপটবাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন ঘটনার পটভূমিতে উভয় দেশের রাজনৈতিক দলগুলো এ নিয়ে পরস্পর দোষারোপে লিপ্ত হতে পারে। এদিকে, বিএনপির এ ধরনের বিবৃতি দলটির আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে।এই ঘটনা দুই দেশের মধ্যে চলমান সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে, তা আগামী দিনে স্পষ্ট হবে।সম্পাদনায়: সাইফ শিকদার
ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি...
ByDesk ReportJuly 2, 2025গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে জুন মাসে দুইজনের ডেঙ্গু আক্রান্ত হন।...
ByDesk ReportJuly 2, 2025বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক আব্দুস...
ByDesk ReportJuly 4, 2025গাজীপুরের বোর্ড বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন...
ByDesk ReportJuly 2, 2025বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার...
ByDesk ReportJuly 2, 2025বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করে বলেছেন, শেখ...
ByDesk ReportJuly 1, 2025Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment