ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মো. নাছির উদ্দিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেফতার নাছির উদ্দিন কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে জেলা পুলিশের একটি বিশেষ টিম আখাউড়ার ধরখার এলাকার চান্দপুর বাজারের উঁচা ব্রিজের কাছে অবস্থান নেয়। এ সময় একটি পুরনো নম্বরবিহীন সিএনজি দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং নাছির উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশের ভাষ্যমতে, কৌশলে গাঁজা নিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই তাকে আটক করা সম্ভব হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ৫০ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি সীমান্তঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের প্রবাহ বাড়ছে। এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।
Leave a comment