জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনীতিতে আওয়ামী লীগকে আর দেখতে চায় না দেশের জনগণ। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসন নয়, বরং তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি করতে হবে।
আজ মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এনসিপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি। নিপীড়ন, গুম, খুন হত্যার মধ্য দিয়ে গিয়েছি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা সবাই মিলিত হতে পেরেছি।’
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান, তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেঈমানি করছেন।’ তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সকলের অংশগ্রহণ থাকবে, যেখানে কোনো বিভাজন থাকবে না, যে যাই করুক না কেন, আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।’
এই রমজানের ইফতারের মধ্য দিয়ে সবাই বিভেদ দূর করে ঐক্য গড়ে তুলতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এনসিপির এই নেতা।
Leave a comment