কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে না দেওয়া অগণতান্ত্রিক ও মানুষের অধিকারবিরোধী সিদ্ধান্ত। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের কবি নজরুল সরণিতে নিজ বাসভবন ‘সোনার বাংলা’য় এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন,“আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। দলের কেউ অন্যায় করলে তার শাস্তি হতে পারে, কিন্তু একটি পুরো দলকে রাজনীতি ও নির্বাচন থেকে বাদ দেওয়া অগণতান্ত্রিক আচরণ।”
তিনি জানান, এসব কারণেই তাঁর দল কৃষক শ্রমিক জনতা লীগ এবারের জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে না।
নির্বাচনে অংশ না নিলেও নিজের নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কাদের সিদ্দিকী। তিনি সেখানে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছেন।
এ বিষয়ে কাদের সিদ্দিকী বলেন,“এটা সরাসরি বিএনপির বিরুদ্ধে নয়, এটা আসলে আহমেদ আযম খানের বিরুদ্ধে। তিনি একজন অরাজনৈতিক মানুষ, কথা দিয়ে কথা রাখেন না।”
তিনি অভিযোগ করেন, আহমেদ আযম খান বহু মানুষকে হয়রানি করে জেলে পাঠিয়েছেন এবং পরে নিজের পক্ষে আনতে তাদের মুক্ত করার চেষ্টা করেছেন। এমনকি সম্প্রতি এক প্রবীণ মুক্তিযোদ্ধা শেখ হাবিব তার লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন বলেও দাবি করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, “সরকার গঠনও হয়নি, এখনই যদি এমন আচরণ হয়, তাহলে সংসদে গেলে সাধারণ মানুষের কী অবস্থা হবে—তা সহজেই বোঝা যায়।
কাদের সিদ্দিকী আরও জানান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর বড় ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে সমর্থন দিচ্ছেন।
তিনি বলেন,“গত তিনবার মানুষ ভোট দিতে পারেনি। এবার তার চেয়েও খারাপ হবে। এই বাস্তবতা দেখানোর জন্যই লতিফ সিদ্দিকীকে নির্বাচনে দাঁড়াতে অনুরোধ করেছি।”
প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন,“সমর্থন দিয়েছি তো, সেটা ঘোমটা দিয়ে নয়। দরকার হলে নিজেও মাঠে নামব।”
এদিকে সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন,“কাদের সিদ্দিকীর অবস্থান আমাদের প্রার্থীর ওপর কোনো প্রভাব ফেলবে না। আমরা এতে উদ্বিগ্ন নই।”
বর্তমান নির্বাচনী প্রক্রিয়ায় আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকা এবং ভোটারদের বড় একটি অংশের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে কাদের সিদ্দিকীর বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সূত্র: প্রথম আলো
Leave a comment