জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমাজে অস্থিরতা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আরও সক্রিয় ভূমিকা রাখা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরের ইস্কাটন গার্ডেন রোডে এনসিপির মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচির উদ্বোধনী দিনে তিনি এসব কথা বলেন। পথচারী, দিনমজুর, রিকশাচালক ও শ্রমিকদের জন্য দল-মত নির্বিশেষে প্রতিদিন এ আয়োজন চলবে বলে জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, “রমজান আমাদের আত্মসংযম, ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয়। শুধু এই মাসেই নয়, বছরজুড়ে আমাদের এই চর্চা চালিয়ে যেতে হবে। শান্তি ও সম্প্রীতির সমাজ গড়তে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তা আমাদের প্রত্যাশার সঙ্গে মিলছে না। পুলিশকে অবশ্যই আরও সক্রিয় হতে হবে এবং তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে। কেউ যেন আইন নিজের হাতে না নেয়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।”
রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ঈদের সময় মানুষ যাতে নির্বিঘ্নে বাজার করতে পারে, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত ও যুগ্ম সদস্যসচিব সাইফ মুস্তাফিজসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
Leave a comment