আদালত, অস্ত্র আইনে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান সোমবার (৭ জুলাই) এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোক্তার হোসেন । মামলার নথি থেকে জানা গেছে, আনিসুল হক বনানী থানার অন্তর্গত এলাকায় একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তলের মালিক। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সব ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে এসব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে নির্দেশ দেয়।
কিন্তু ওই নির্দেশনা অমান্য করেন আনিসুল হক। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত সময়ের মধ্যে তার লাইসেন্সকৃত অস্ত্রটি থানায় জমা দেননি বা থানাকে অবহিত করেননি। এমনকি তার ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি কাউকে এবং অস্ত্র জমা সংক্রান্ত কোনো তথ্যও মেলেনি। এ ছাড়া তার নামে কোনো গুলি কেনার রেকর্ডও পাওয়া যায়নি। ফলে তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়
এর আগে, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৩ আগস্ট আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় তিনি নৌপথে পলায়নের চেষ্টা করছিলেন বলে জানানো হয়।
Leave a comment