জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবার বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাওনের বাবা মোহাম্মদ আলী, যিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন, তার বাড়িতে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর বিক্ষুব্ধরা ভবনে অগ্নিসংযোগ করে। একই রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমের জামালপুর শহরের বকুলতলা এলাকার পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়া হয়। এর আগে, ৫ আগস্ট এই বাড়ি ভাঙচুর, লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার কিছু আগে নরুন্দি বাজার এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদ আলীর বাড়ির সামনে গিয়ে থামে এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সমসময়ে মির্জা আজমের পরিত্যক্ত ভবনেও ইটপাটকেল নিক্ষেপের পর অগ্নিসংযোগ করা হয়। সেখানে উপস্থিত ছাত্র-জনতা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান জানান, “ভারতের মদদে স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, তারই প্রতিক্রিয়ায় দেশব্যাপী বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিবাদ করছে। জামালপুরেও তারই অংশ হিসেবে এসব ঘটনা ঘটেছে।”
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল মো. আতিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
Leave a comment