বান্দরবানের রোয়াংছড়িতে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। অভিযুক্ত শ্রমিক জামাল হোসেনের (২৬) বিরুদ্ধে কিশোরীর ভাই আজ বৃহস্পতিবার রোয়াংছড়ি থানায় মামলা করেন। এরপর কিশোরী ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে।
রোয়াংছড়ি থানার পুলিশ জানিয়েছে, জামাল হোসেনের বিরুদ্ধে আরও একটি ধর্ষণ মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
এর আগে, স্থানীয় কার্বারির (পাড়াপ্রধান) নেতৃত্বে অভিযুক্ত জামাল হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছিল। ফলে কিশোরীর পরিবার মামলা করতে রাজি হয়নি। কিন্তু নারী অধিকার কর্মীদের হস্তক্ষেপে পরিবারের সদস্যরা পরে মামলা করার সিদ্ধান্ত নেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত সোমবার সন্ধ্যায় পাড়ার শ্মশানঘাটে গেলে জামাল হোসেন কিশোরীকে একা পেয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে জামাল পালিয়ে যান। পরে তিনি ফিরে এলে গ্রামবাসী তাকে আটক করে।
রোয়াংছড়ি থানার ওসি মো. মঞ্জুর হোসেন জানিয়েছেন, গতকাল পরিবার মামলা করতে রাজি না হওয়ায় জামাল হোসেনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে তাঁর অতীত অপরাধের তথ্য বেরিয়ে আসে। জামাল হোসেনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ধর্ষণসহ আরও তিনটি মামলা রয়েছে, যার মধ্যে একটিতে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
Leave a comment