দীর্ঘ দেড় বছর সেন্সর জটিলতায় আটকে থাকার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। ডিসেম্বর মাসেই আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে থ্রিলারধর্মী এই চলচ্চিত্রটি—এমনটাই নিশ্চিত করেছে প্ল্যাটফর্মের সংশ্লিষ্ট সূত্র।
গত বছরই ফিল্মটি মুক্তির কথা ছিল। কিন্তু তৎকালীন চলচ্চিত্র সেন্সর বোর্ড এর প্রদর্শনে আপত্তি জানায়। বোর্ডের পর্যবেক্ষণ ছিল— ফিল্মটিতে নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য রয়েছে, এটি কাল্পনিক কাহিনি হলেও বাস্তব ঘটনার সঙ্গে দৃশ্যমান সাদৃশ্য পাওয়া যায়, সংশ্লিষ্ট বাস্তব মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন, চলচ্চিত্রটি প্রচারিত হলে ভুল বার্তা ছড়াতে পারে এবং সম্ভাব্যভাবে তদন্তে প্রভাব ফেলতে পারে।
এই কারণগুলো উল্লেখ করে ছাড়পত্র দেওয়া হয়নি, ফলে আলোচিত নির্মাণটি দীর্ঘদিন ধরে ঝুলে থাকে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে টিজার প্রকাশের পরই দর্শকদের একটি বড় অংশ ধারণা করেন—ফিল্মটির কাহিনি ঢাকা শহরে এক সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি, যা প্রায় এক যুগ পরও অমীমাংসিত থেকে গেছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের ছায়া এতে রয়েছে কি না—সেটি নিয়ে শুরু থেকেই হয় ব্যাপক আলোচনা।
দীর্ঘ বিতর্ক ও স্থগিতাদেশের পর এবার সব জটিলতা কাটিয়ে ফিল্মটির মুক্তির প্রস্তুতি শুরু হয়েছে। আইস্ক্রিন সূত্র জানিয়েছে, যদি সবকিছু পরিকল্পনামতো এগোয়, তবে ডিসেম্বরেই দর্শকদের সামনে আসবে ‘অমীমাংসিত’।
রহস্য-থ্রিলারধর্মী এই ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। নির্মাতা রায়হান রাফী এর আগে বেশ কয়েকটি আলোচিত থ্রিলার ও সাইকোলজিক্যাল ড্রামা নির্মাণ করেছেন, যার ধারাবাহিকতায় ‘অমীমাংসিত’ নিয়ে দর্শকদের প্রত্যাশাও ছিল বেশ উঁচু।
Leave a comment