Home জাতীয় অধ্যাপক ইউনূস পদত্যাগ নিয়ে ভাবছেন, ‘চাপের মধ্যে কাজ অসম্ভব’: নাহিদ ইসলাম
জাতীয়

অধ্যাপক ইউনূস পদত্যাগ নিয়ে ভাবছেন, ‘চাপের মধ্যে কাজ অসম্ভব’: নাহিদ ইসলাম

Share
Share

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিবিসি বাংলাকে এ তথ্য জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস তাঁর দায়িত্ব পালনে ক্রমাগত চাপ অনুভব করছেন। এক পর্যায়ে তিনি বলেছেন, “আমি যদি কাজই না করতে পারি, তাহলে থেকে কী লাভ? আমি তো এভাবে চলতে পারি না।” তিনি আরও জানান, অধ্যাপক ইউনূস মনে করছেন, যেভাবে তাঁকে ঘিরে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে, তাতে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখা তাঁর পক্ষে সম্ভব নয়।

অধ্যাপক ইউনূসের এ অবস্থানের কথা শুনে তাঁকে পদত্যাগ না করার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং দেশের ভবিষ্যতের স্বার্থে তাঁকে অনঢ় থাকার আহ্বান জানিয়েছি। আমরা আশা করি, সব রাজনৈতিক দলই তাঁর সঙ্গে সহযোগিতা করবে।” তবে আলোচনার একপর্যায়ে অধ্যাপক ইউনূস সরাসরি বলেন, “আমি বিষয়টি নিয়ে ভাবছি।”

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থানে না আসা, পরস্পরবিরোধী দাবি ও ক্রমবর্ধমান রাজনৈতিক অনিশ্চয়তা অধ্যাপক ইউনূসের মনে আস্থাহীনতা তৈরি করেছে। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোর সমন্বয় ও আস্থাহীনতার এই অবস্থায় সরকার পরিচালনায় তাঁর অবস্থান দুর্বল হয়ে পড়ছে।

এদিকে, আজই বিএনপি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও অপসারণ চায় দলটি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে এসব দাবি তোলে তারা।

অন্যদিকে এনসিপির একটি অংশ পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে—অধ্যাপক আসিফ নজরুল, সালেহউদ্দিন আহমেদ ও ওয়াহিদউদ্দিন মাহমুদ—বিএনপির ‘মুখপাত্র’ আখ্যা দিয়ে তাঁদের পদত্যাগে বাধ্য করার হুমকি দিয়েছে, যদি সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হয়।

এই টানাপড়েনের মধ্যে বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে অতীতের বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন, যা রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত করছে।

এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সম্ভাব্য পদত্যাগের ইঙ্গিত দেশের অন্তর্বর্তীকালীন রাজনীতিতে এক নতুন অনিশ্চয়তার ছায়া ফেলেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতীয় নির্বাচনের পর এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম...

কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লায় বাড়ির পাশের একটি গর্তের ময়লা পানিতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ফরহাদ, সে...

Related Articles

এই নির্বাচন আমার শেষ নির্বাচন” — মির্জা ফখরুল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর...

দুই মেধাবী শিক্ষার্থীকে ওমরাহ হজে পাঠাবে ঝিনাইদহের আল-কলম মাদ্রাসা

মাত্র ১০ ও ১৬ মাসে সম্পূর্ণ পবিত্র কোরআন হিফজ করে দৃষ্টান্ত স্থাপন...

সব দলকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই – জামায়াত আমির

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সকল রাজনৈতিক দলকে একত্রিত করার...

কুয়াকাটায় ধরা পড়ল বিরল ও বিষাক্ত ‘লায়নফিশ’

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত সামুদ্রিক...