চিকিৎসক-নার্স না থাকায় এবং অক্সিজেনের অভাবে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মুঞ্জু হাসপাতালে বেনু বেগম (৭০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে বেনু বেগমের কোমরে অপারেশন করা হয়। অপারেশনের পরবর্তী ২৪ ঘণ্টায় তাকে পর্যবেক্ষণ কক্ষে না রেখে সরাসরি ওয়ার্ডে প্রদান করা হয়। এরপর, কোমরে আঘাত পাওয়ার পর ৬ এপ্রিলে তাকে মঞ্জু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। গত ৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তার অপারেশন করেন অর্থোপেডিক্স ডা. হাবিবুল হাসান। বুধবার (৯ এপ্রিল) সকালে সেখানে তিনি মারা যান।
রোগীর স্বজনরা জানান, বুধবার সকাল ৮টার দিকে বেনু বেগমের প্রচণ্ড শ্বাস কষ্ট দেখা দেয়। এ সময় তার জরুরি অক্সিজেন প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসক নার্স ছিলেন না। অক্সিজেন সিলিন্ডারও ছিল না। রোগীর স্বজনরা দায়িত্বশীল কাউকেই পাননি। এক সময় ছটফট করতে করতে রোগী বেনু বেগম মারা যান।
মারা যাওয়া বেনু বেগমের বাড়ি রাজশাহী মহানগরীর সুজানগর এলাকায়। তিনি মৃত আবদুল মতিনের মেয়ে এবং মৃত বশির আহম্মেদের স্ত্রী।
অবহেলায় বেনু বেগমের মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর করার জন্য তৎপর হন। এ সময় হাসপাতালের পরিচালক মিঠুন কুমারসহ অন্যান্য স্টাফরা পালিয়ে যান। পরে সেখানে ছুটে যান পুলিশ সদস্য ও স্থানীয় বিএনপি নেতারা। তারা গিয়ে ক্লিনিক মালিক কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমঝোতা করে দেন।
এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। স্বজনরা মরদেহ নিয়ে গেছেন। থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment