সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেগম খালেদা জিয়া সারা জীবন কাজ করেছেন। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়। এই শোক ও বেদনা আমাদের পক্ষে ধারণ করা কঠিন।” তিনি আরও বলেন, “আমরা শোককে শক্তিতে রূপান্তর করতে চাই।”
আগামীকাল (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বেগম খালেদা জিয়াকে প্রয়াত স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।
এর মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের প্রতি রাষ্ট্রীয় ও রাজনৈতিক শ্রদ্ধা জানানো হবে।
Leave a comment