ইরানের রাজধানী তেহরানে সশস্ত্র হামলায় আফগানিস্তানের সাবেক সরকারের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আকরামুদ্দিন সারি, যিনি আফগান সরকারের সময়ে উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইরানি পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
ইরানি বার্তা সংস্থা মেহরের বরাতে জানা গেছে, তেহরানের ব্যস্ত ভালি আসর স্ট্রিট এলাকায় নিজের কর্মস্থল থেকে বের হওয়ার পর আকরামুদ্দিন সারির ওপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতনামা হামলাকারীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসা সূত্র জানিয়েছে, হামলার সময় তার মাথায় গুলি করা হয়েছিল, যা প্রাণঘাতী হয়ে ওঠে।
তেহরান পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে—তা নির্ধারণে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে শহরের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী বা ব্যক্তি দায় স্বীকার করেনি।
আকরামুদ্দিন সারি আফগানিস্তানের সাবেক সরকারের একজন পরিচিত নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। তাখার প্রদেশের পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সশস্ত্র গোষ্ঠী ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বলে আফগান নিরাপত্তা মহলে পরিচিত ছিলেন। আফগানিস্তানে রাজনৈতিক পরিবর্তনের পর তিনি ইরানে অবস্থান করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে তিনি কী কারণে তেহরানে ছিলেন এবং তার বর্তমান কর্মকাণ্ড কী ছিল—সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
Leave a comment