Home আঞ্চলিক গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুনে পুড়ল ১০ ঘর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুনে পুড়ল ১০ ঘর

Share
Share

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভাড়াবাড়ির ১০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরের এই ঘটনায় অল্পের জন্য প্রাণহানি না হলেও ভাড়াটিয়াদের ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ এই দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৬টার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার আবদার কলেজ রোডে অবস্থিত রফিকুল ইসলাম রবি নামের এক ব্যক্তির মালিকানাধীন ভাড়াবাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি তালাবদ্ধ ঘর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে পুরো ভাড়াবাড়ির ১০টি ঘর আগুনের কবলে পড়ে।
ভাড়াটিয়ারা জানান, ভোরের দিকে অধিকাংশ মানুষ ঘুমন্ত অবস্থায় থাকায় আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পাননি। হঠাৎ চিৎকার ও ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে গেলে তারা বাইরে বেরিয়ে আগুন দেখতে পান। অনেকে প্রাণ বাঁচাতে খালি হাতে ঘর থেকে বেরিয়ে আসেন। ফলে ঘরের ভেতরে থাকা কাপড়চোপড়, আসবাব, কাগজপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

এক ভুক্তভোগী ভাড়াটিয়া বলেন, “সব কিছু চোখের সামনে পুড়ে গেল। ঘরের ভেতরে রাখা টাকা-পয়সা, গহনা—সব শেষ। এখন পরিবার নিয়ে কোথায় যাব, কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না।” আরেকজন জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে কোনো কিছু বের করে আনার সুযোগই পাওয়া যায়নি।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নূরুল করিম বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। আগুন তীব্র হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিস্তার ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধানমন্ডির ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি ৩০০

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক...

জোহানেসবার্গে বন্দুক হামলায় নিহত ৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চল বেকার্সডাল টাউনশিপে রোববার (২১ ডিসেম্বর) ভোরে বন্দুকধারীর এক নৃশংস হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আরও ১০ জন...

Related Articles

নিরাপত্তা শঙ্কায় প্রধান উপদেষ্টার কাছে গানম্যান চাইলেন হিরো আলম

জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে...

১৪ ঘণ্টায় ২৩ লাখ ৬৮ হাজার টাকা সহযোগিতা পেয়েছেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম...

নয়াদিল্লির পর কলকাতায়ও বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লির পর এবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনেও বিক্ষোভ ও...

তারেক রহমানের সংবর্ধনায় যোগ দেবে ৫০ লাখ মানুষ: রিজভী

ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষ যোগ...