দিনাজপুরের পার্বতীপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লা খনির এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম লুৎফর রহমান (৪৪)। এ ঘটনায় একটি কাভার্টভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) রাত প্রায় ৮টার দিকে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের কালুপাড়া মেন্নার চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লুৎফর রহমান বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। প্রতিদিনের মতো কাজ শেষ করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
বড়পুকুরিয়া কয়লা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম জানান, খনি এলাকা থেকে বিরামপুরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনের ধাক্কায় লুৎফর রহমান ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনি তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) মিন্টু চন্দ্র রায় বলেন, দুর্ঘটনায় জড়িত কাভার্টভ্যানটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a comment