দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চল বেকার্সডাল টাউনশিপে রোববার (২১ ডিসেম্বর) ভোরে বন্দুকধারীর এক নৃশংস হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় গণগুলিবর্ষণের ঘটনা।
স্থানীয় সময় ভোর প্রায় ১টার দিকে সংঘটিত এই হামলার কেন্দ্রবিন্দু ছিল একটি লাইসেন্সপ্রাপ্ত ট্যাভার্ন। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১২ জন অজ্ঞাত বন্দুকধারী একটি সাদা মিনিবাস (কম্বি) এবং একটি রূপালি সেডান গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছে ট্যাভার্নের গ্রাহকদের লক্ষ্য করে গুলি চালায়। পালিয়ে যাওয়ার সময় তারা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে আরও আতঙ্ক সৃষ্টি করে।
গাউটেং প্রদেশের পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি এএফপিকে জানান, “৯ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।” আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গুরুতর ও সহিংস অপরাধ তদন্ত ইউনিট, অপরাধ গোয়েন্দা দল এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে কাজ করছে। সন্দেহভাজনদের ধরতে ব্যাপক অভিযান চলছে। হামলার উদ্দেশ্য এখনও অজানা।
এর আগে চলতি মাসের শুরুতে প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে অনুরূপ হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় দারিদ্র্য, বেকারত্ব এবং অবৈধ অস্ত্রের কারণে বন্দুক সহিংসতা একটি বড় সমস্যা হিসেবে দেখা দেয়।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা বাড়াতে এবং সম্ভাব্য হামলাকারীদের ধরতে কঠোর ব্যবস্থা নিয়েছে। এই নৃশংস ঘটনাগুলো দেশজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
Leave a comment