জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকেই ঢল নামে সর্বস্তরের মানুষের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে নবনির্মিত হাদির কবরে ভিড় লক্ষ্য করা গেছে।
স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত মানুষদের মধ্যে কেউ একা, কেউ পরিবার নিয়ে এসেছে। কবরের পাশে দাঁড়িয়ে অনেকে নীরবে অশ্রু ঝরাচ্ছেন, কেউ হাত তুলে দোয়া করছেন। দর্শনার্থীদের চোখে-মুখে শোকের ছায়া স্পষ্ট, পাশাপাশি দেখা যাচ্ছে খুনিদের প্রতি ক্ষোভ ও বিচারহীনতার বিরুদ্ধে শক্ত দাবির ছাপ।
মিরপুর থেকে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুল আহাদ বলেন, “শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তির জায়গা হবে না। ভারত কেন খুনিদের আশ্রয় দিচ্ছে? খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।” দর্শনার্থীরা জানান, হাদির আত্মত্যাগ বৃথা যাবে না।
গত ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনি প্রচারের সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শাহাদাতবরণ করেন। লাখো মানুষের উপস্থিতিতে ২০ ডিসেম্বর তার জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাহিত করা হয়।
Leave a comment