Home জাতীয় অপরাধ মালয়েশিয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত নাটোরের কবির হোসেন
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

মালয়েশিয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত নাটোরের কবির হোসেন

Share
Share

পরিবারের দারিদ্র্য দূর করে স্বচ্ছল জীবনের স্বপ্ন নিয়ে সাত বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার যুবক কবির হোসেন। কঠোর পরিশ্রম আর দীর্ঘ প্রবাস জীবনের কষ্ট সহ্য করে স্ত্রী ও সন্তানের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন তিনি লালন করেছিলেন, তা আর বাস্তবায়ন হলো না। মালয়েশিয়ার চামান্ডা উতিরাম এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন তিনি। এই মর্মান্তিক খবর দেশে পৌঁছানোর পর থেকেই কবির হোসেনের বাড়িতে চলছে হৃদয়বিদারক আহাজারি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন মালয়েশিয়ার একটি শিল্পকারখানায় ‘কেসেল’ গার্ড হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালে জীবিকার তাগিদে তিনি দেশ ছাড়েন। প্রবাসে দীর্ঘ সময় ধরে কঠিন দায়িত্ব পালন করে তিনি পরিবারকে নিয়মিত অর্থ পাঠাতেন। প্রায় দুই বছর আগে ছুটিতে দেশে এসে স্ত্রী, সন্তান ও স্বজনদের সঙ্গে কিছুদিন সময় কাটান। এরপর আবার কর্মস্থলে ফিরে যান। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আগামী ১ জানুয়ারি তার দেশে ফেরার কথা ছিল। সে প্রস্তুতিও চলছিল। স্ত্রী ও একমাত্র ছেলের জন্য উপহার কেনার পরিকল্পনাও করেছিলেন তিনি।

কিন্তু সেই অপেক্ষার অবসান আর হলো না। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতের কোনো এক সময় মালয়েশিয়ার কেসেল কারখানার দ্বিতীয় গেটে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হন কবির হোসেন। হামলার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও স্থানীয় সূত্র জানিয়েছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত আনুমানিক ৩টার দিকে পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছালে মুহূর্তেই ভেঙে পড়ে স্বজনরা।

নিহত কবির হোসেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের কয়রাগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী শিউলী বেগম ও একমাত্র ছেলে সোহান হোসেনকে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি তারা।

নিহতের ছেলে সোহান হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা খুব শিগগিরই বাড়ি ফেরার কথা ছিল। আমরা সবাই অনেক আশায় ছিলাম। কিন্তু ডিউটিরত অবস্থায় কে বা কারা আমার বাবাকে খুন করেছে। কেন আমার বাবাকে হত্যা করা হলো, আমি তার বিচার চাই। সরকারের কাছে অনুরোধ—আমার বাবার লাশ যেন দ্রুত দেশে পাঠানো হয়।”

স্ত্রী শিউলী বেগম বলেন, “আমার স্বামীর কত স্বপ্ন ছিল । ঘটনার দিন রাত ৯টার দিকে আমাকে ফোন করেছিলেন। তখন আমি অসুস্থ থাকায় ঠিকমতো কথা বলতে পারিনি। ব্যথা কমলে ফোন দিতে বলেছিলেন। পরে আর কোনো যোগাযোগ হয়নি। কে আমার স্বামীকে মারলো, কেন মারলো—আমি এর বিচার চাই।”

এ ঘটনায় উপজেলা প্রশাসনও শোক প্রকাশ করেছে। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন শোকাহত পরিবারের পাশে থাকবে।” তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও যোগাযোগের ক্ষেত্রে পরিবারকে সহযোগিতা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুরোনো বিমানবন্দরে ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আয়োজিত বিশেষ ‘এয়ার শো’ দেখতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। উৎসবমুখর পরিবেশে...

বিজয় দিবসকে ঘিরে দেশজুড়ে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল এবং বিজয় দিবস উপলক্ষে আয়োজিত...

Related Articles

সিলেটে তরুণদের বিদেশমুখিতা বাড়ছে, কারণ ….

সিলেটকে বলা হয় ‘দ্বিতীয় লন্ডন’। যুক্তরাজ্যে সিলেটি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতির কারণে এই...

রাশিয়ার রোস্তভে ইউক্রেনীয় ড্রোন হামলা: নিহত ৩

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে রাতভর চালানো ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত...

ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই–আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী...

হাদি হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা–মায়ের চাঞ্চল্যকর জবানবন্দি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় নতুন...