অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগ দিচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই এ বিষয়ে জোর আলোচনা চলছিল, তবে নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
মাহফুজ ও আসিফের ঘনিষ্ঠ সূত্র এবং এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদানের ঘোষণা আসতে পারে। এই দুই নেতা জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যোগদানের পর তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন।
প্রত্যাশিতভাবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। অন্যদিকে, মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে প্রার্থিতা করবেন। জানা গেছে, এনসিপি এর আগে ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও এই দুই আসনে কোনো প্রার্থী দেননি।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনার পতন ঘটানো চব্বিশের গণঅভ্যুত্থানের দুই ছাত্রনেতা গণঅভ্যুত্থানের চেতনাবাহী দলে যোগ দেবেন—এটাই স্বাভাবিক। কয়েক দিনের মধ্যে তাদের পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”
এ বিষয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও বলেন, “আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন। যদি তিনি এনসিপিতে যোগ দেন, আমরা তাকে স্বাগত জানাব। মাহফুজ আলমের ক্ষেত্রেও আমাদের একই অবস্থান।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই দুই নেতা এনসিপির শিবিরকে নতুন উদ্দীপনা দিতে পারেন। তাদের যোগদানের ফলে ঢাকা-১০ ও লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে। এ ছাড়াও বিএনপি, গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলও তাদের প্রার্থী মনোনয়নে এ ঘটনাকে গুরুত্বসহকারে বিবেচনা করছে।
এনসিপিতে মাহফুজ ও আসিফের যোগদান, দলটির নির্বাচনী প্রস্তুতি এবং ছাত্রনেতাদের সক্রিয় ভূমিকার কারণে রাজনৈতিক মহল ও ভোটারদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাদের যোগদান দলটির প্রার্থী তালিকা পূর্ণতার পাশাপাশি নির্বাচনী প্রচারণায় নতুন শক্তি যোগ করবে।
Leave a comment