কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ নারীর দাফন সম্পন্ন হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে পৃথক দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজন এবং ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইজনের জানাজা অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং শত শত মানুষ জানাজায় অংশ নেন।
দুর্ঘটনায় নিহত পাঁচ নারী হলেন—চান্দিশকরা গ্রামের উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), তার মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া হক পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) এবং শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)। একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুতে চান্দিশকরা ও ফালগুনকরা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পুরো এলাকা জুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
পরিবারের সদস্যরা জানান, গত ৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরার বাসা থেকে পরিবারটি কক্সবাজার ভ্রমণের উদ্দেশে ভাড়া করা মাইক্রোবাসে রওনা হন। গাড়িতে ছিলেন উদয় পাটোয়ারী, স্ত্রী লিজা, ছেলে সামাদ, শ্যালিকা টিজা এবং শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। পথে রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম থেকে গাড়িতে তোলা হয় উদয়ের মা রুমি বেগম, বোন সাদিয়া এবং শাশুড়ি রিজওয়ানাকে।
বুধবার সকালে গাড়িটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মারশা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড গতিতে সংঘর্ষের ফলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে আহত সাতজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এতে মোট পাঁচ নারী প্রাণ হারান। উদ্ধার কাজে অংশ নেয় পুলিশ ও স্থানীয় সেনাবাহিনীর সদস্যরা।
আহতদের মধ্যে মাইক্রোবাসচালক, উদয় পাটোয়ারী, তার ছেলে সামাদ ও শ্যালক শাহেদ মজুমদার লিশান রয়েছেন। তাদের মধ্যে লিশানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মেহেদী হাসান বলেন,“সকালে চট্টগ্রামমুখী একটি বাস ও কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র আঘাতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন, পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।
Leave a comment