বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দীন শেখ (৩৫) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জাড়িয়া বারুইডাংগা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দীন শেখ ওই গ্রামের হালিম শেখের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং স্থানীয়ভাবে ভবন নির্মাণের কাজ করতেন।
স্থানীয়রা জানান, আলাউদ্দীন বুধবার সন্ধ্যায় একই গ্রামের মো. শের আলীর বাড়িতে নির্মাণাধীন ভবনের ছাদে ঢালাইয়ের প্রস্তুতিমূলক কাজ করছিলেন। পরদিন ছাদ ঢালাইয়ের জন্য বৈদ্যুতিক ভাইব্রেট মেশিন এবং অন্যান্য সরঞ্জাম চালানোর সংযোগ ঠিক করছিলেন তিনি।
এ সময় ছাদের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের হাই-ভোল্টেজ লাইনের সঙ্গে অসাবধানতাবশত হাতে থাকা তারের এক প্রান্ত স্পর্শ লাগে। মুহূর্তের মধ্যে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় আশপাশের লোকজন বিকট শব্দ শুনে ছুটে এসে আলাউদ্দীনকে ছাদের নিচে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা পুলিশে যোগাযোগ করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণাধীন ভবনটির ছাদের পাশ দিয়েই পল্লী বিদ্যুতের একটি হাই-ভোল্টেজ লাইন গিয়েছে। দীর্ঘদিন ধরে এ বিষয়ে বিদ্যুৎ অফিসে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, “যদি আগে থেকেই লাইনটি সরিয়ে নেওয়া হতো, তাহলে এমন দুর্ঘটনা ঘটত না।”
Leave a comment