ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশ পরিচালিত পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭০ কেজি গাঁজা ও ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আশুগঞ্জের দুটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাইজখার গ্রামের আব্দুর রউফের ছেলে মো. জালাল (২৬) এবং সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার খোলাছড়া ইউনিয়নের লোহার মোল গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. আমির হোসেন (৩৮)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন অবস্থায় আমির হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এর কয়েক ঘণ্টা পর, সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ রওশন আরা জলিল গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি পিকআপভ্যান থামিয়ে তল্লাশি চালালে ভ্যানের ভেতর লুকানো ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পিকআপভ্যানটি চালাচ্ছিলেন মো. জালাল। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওসি খাইরুল আলম জানান- জালাল প্রাথমিকভাবে জানিয়েছে, গাঁজাগুলো ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গাঁজা ও ইয়াবা থানায় জব্দ রাখা হয়েছে এবং পিকআপভ্যানটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, “আশুগঞ্জ থানায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে আমরা শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি। যারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযানে জোর দিচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সমাজকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ফলে দেশের বিভিন্ন স্থানে মাদক উদ্ধারের ঘটনা বেড়েছে। তবে মাদক ব্যবসা পুরোপুরি নির্মূল করতে হলে সামাজিক সচেতনতা ও তরুণ প্রজন্মের সম্পৃক্ততাও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Leave a comment