দুই সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
গত ১৯ অক্টোবর তিনি সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে ঢাকা ত্যাগ করেন। সফরকালে সৌদি আরবে পবিত্র ওমরা পালন করেন তিনি এবং পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেন।
বিমানবন্দরে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
দলীয় সূত্র জানায়, সফর শেষে দেশে ফেরার পর তিনি শিগগিরই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা আহ্বান করবেন, যেখানে আসন্ন জাতীয় নির্বাচন ও দলীয় কৌশল নিয়ে আলোচনা হতে পারে।
Leave a comment