খুলনার রূপসা উপজেলায় ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. রাসেল শিকদার (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (২ নভেম্বর) রাতে খুলনা-ঢাকা মহাসড়কের কুদির বটতলা মোড় কালী মন্দিরের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার রাসেল শিকদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাড়া ইউনিয়নের হারুন শিকদারের ছেলে।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন অবস্থায় দাঁড়িয়ে থাকা রাসেলকে তল্লাশি করলে তার কাছ থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ডিএনসি জানায়, সম্প্রতি খুলনা অঞ্চলে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে একে একে গ্রেফতার করা হবে।
Leave a comment