Home আঞ্চলিক বগুড়ার রূপজান বিবি: যার রূপে পাগল হয়েছিলেন ব্রিটিশ যুবক
আঞ্চলিকইতিহাসের পাতাজাতীয়

বগুড়ার রূপজান বিবি: যার রূপে পাগল হয়েছিলেন ব্রিটিশ যুবক

Share
Share

বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই গোরস্তানে শায়িত আছেন অনিন্দ্য সুন্দরী রূপজান বিবি, যিনি সন্তানের জন্ম দিতে গিয়ে ১৯১৫ সালের ১০ মার্চ মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে হৃদয় ভেঙে চুরমার হয়েছিল বগুড়া রেলওয়ের ব্রিটিশ স্টেশন কর্মকর্তার, যিনি ছিলেন তার স্বামী।

রূপজানের কবরের উপর স্ত্রীর পছন্দের সোনা-দানা, হীরা ও রাজকীয় পোশাক রাখা হয়। ইট, সিমেন্ট ও পাথর দিয়ে কবরটি সুন্দরভাবে প্লাস্টার করা হয়েছিল এবং বাহ্যিক অংশে নকশা করা হয়, যা প্রেম ও শ্রদ্ধার প্রতীক হিসেবে বগুড়ার ইতিহাসে আজও অম্লান।

প্রায় ১০০ বছর আগে, রূপজানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে বগুড়া রেলওয়ের স্টেশন মাস্টার এক ব্রিটিশ যুবক । তবে রূপজান ছিলেন মুসলিম, আর ব্রিটিশ যুবক খ্রিস্টান ধর্মের অনুসারী। রূপজানের বাবা প্রথমে বিয়েতে দ্বিমত প্রকাশ করলেও, ব্রিটিশ যুবক বগুড়ার মুরুব্বীদের কাছে অনুনয় বিনয় করে অবশেষে রাজি করান।

বিয়ের পর, ব্রিটিশ যুবক রূপজানের সব আবদার পূরণ করতেন। শহরের রাস্তায় ঘোড়ার পিঠে ঘুরতেন, রূপজানের প্রতি গভীর শ্রদ্ধা ও প্রেম দেখাতেন, রূপজানও রাতের বেলা লণ্ঠন হাতে তার ইংরেজ স্বামীর জন্য অপেক্ষা করতেন।

এরই মধ্যে রূপজান অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।  রূপজান অন্তঃসত্ত্বা হওয়ার পরও আধুনিক চিকিৎসা সুবিধা না থাকায় তার স্বামী তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে জন্মদানকালে রূপজান মৃত্যুবরণ করেন। পরে তাকে বগুড়ায় ইসলামি শরীয়তের মোতাবেক দাফন করা হয়। কবরের পাশে তার স্বামী একটি দিঘি খনন করেন এবং সমাধি সৌধ নির্মাণ করেন।

কবরের এফিটাফেতে লেখা রয়েছে: বাংলায়: “সংসারের প্রান্ত ভাগে লভিয়া জনম, দীনবেশে ছিল উচ্চ প্রণয় বৈভবে… প্রেমিকের অশ্রু জলে গাথা এই সমাধি; হে পথিক কৃপানেত্রে হেরিলে বারেক, ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে।”

ইংরেজিতে: “Here Lies Rupjan Bibi, Who died suddenly in her 28th year on 10th March 1915 in Culcutta after suffering with a most painful illness.”

চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকর্মী সুপিন বর্মণ বলেন, “রূপজান বিবির ঘটনা থেকে বোঝা যায় একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসতে পারে। তাজমহলের সঙ্গে তুলনা করলে রূপজানের প্রেমও সমানভাবে চিরস্মরণীয়।”

বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক এবং ইতিহাসবিদ আব্দুর রহিম বগরা বলেন, রূপজানের বাবা বগুড়ায় রেলের একটি ঘুমটি ঘরের দায়িত্ব পালন করতেন। আজকে যে সেউজগাড়ী রেলওয়ে কলোনী সেখানে ওই সময় রেলওয়ে কর্মচারীদের আবাসিক এলাকা ছিল। সেখানেই রূপজানের বাবা তার পরিবার নিয়ে বসবাস করতেন। এটা নিয়ে আরও গভীর অনুসন্ধান হলে হয়তো তাদের নামও পাওয়া যাবে। বিশেষ করে ওই সময়কার রেলের কাগজপত্রগুলো পাওয়া গেলেও তাদের নাম উদ্ধার করা যেত।

তিনি বলেন, এই রূপজান বিবি এত সুন্দরী ছিলেন তার সৌন্দর্যের কথা সেই সময় বগুড়া শহরের আনাচে-কানাচে প্রচারিত ছিল। রূপজান মারা গেলে তার স্বামী খুব ব্যথিত হন। মর্মাহত হন। তার মরদেহ ট্রেনযোগে বগুড়ায় নিয়ে আসা হয়। ইসলামি শরীয়ত মোতাবেক তার দাফনের ব্যবস্থা করা হয়। নামাজগড় আঞ্জুমান ই গোরস্তানের পাশে ২ শতক জায়গা কিনে রূপজানের কবর, সমাধি সৌধ নির্মাণ করেন। এছাড়া রূপজানের নামে একটি দিঘি খনন করে ‍উৎসর্গ করেন তার স্বামী।

নামাজগড় আঞ্জুমান-ই গোরস্তানের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নয়ন বলেন, “রূপজান বিবির কবর দেখতে প্রতিনিয়ত লোক আসে। সংস্কারের প্রয়োজন রয়েছে, এবং আমরা প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে আলোচনা করেছি। এটি অবশ্যই সংস্কার করা হবে।” রূপজান বিবির কাহিনী বগুড়ার ইতিহাস ও সংস্কৃতিতে প্রেমের নিদর্শনের এক অনন্য উদাহরণ হিসেবে আজও জীবন্ত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতক পেল নতুন পরিবার

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাস্তার পাশে কম্বলে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া একদিন বয়সী নবজাতক কন্যাশিশুটি অবশেষে পেল নতুন ঠিকানা। আইনি প্রক্রিয়া, সামাজিক যাচাই-বাছাই এবং...

ফিলিস্তিনি পাসপোর্টধারী ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। জাতীয় ও জননিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত...

Related Articles

ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশে অনিয়ম, সরকারি ক্ষমতার অপব্যবহার...

তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন...

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ নিহত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক...