Home আঞ্চলিক ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

Share
Share

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকায় নিজ ঘর থেকে মাহবুবুর রহমান খান টিটু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মৃত মাহবুবুর রহমান খান টিটু ওই এলাকার মহিউদ্দিন খাঁনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে একাই ওই বাসায় বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার (২৭ অক্টোবর) টিটুর সঙ্গে তার এক বোনের শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে তিনি কারও সঙ্গে যোগাযোগ করেননি।

বৃহস্পতিবার সকালে তার বোন ভাইয়ের খোঁজ নিতে বাসায় গেলে প্রতিবেশীরা জানান, ঘর থেকে তীব্র দুর্গন্ধ আসছে। সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। একজন স্থানীয় বলেন,“ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। কয়েক দিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলাম, কিন্তু নিশ্চিত ছিলাম না। আজ সকালে পরিবারের লোক আসলে বিষয়টি স্পষ্ট হয়।”

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই মো. ওয়ামিস) বলেন,“সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগেই তিনি মারা গেছেন। মরদেহে প্রচণ্ড পচন ধরেছে।” তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

পূর্ব মেড্ডা এলাকার বাসিন্দারা জানান, টিটু শান্ত স্বভাবের মানুষ ছিলেন । কয়েক বছর আগে স্ত্রী ও সন্তান বিদেশে চলে যাওয়ার পর থেকেই তিনি একা বাসায় থাকতেন। স্থানীয়দের মতে, শারীরিক অসুস্থতা বা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণেই হয়তো তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তদন্ত কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলে কোনো সংঘর্ষ বা রক্তাক্ত চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস নতুন উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজের উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন। রোববার (২৬ অক্টোবর) তিনি লিখিতভাবে জানিয়েছেন, যদি তিনি কোনো কারণে পদে থাকতে না পারেন,...

এক-এগারো আর বাংলাদেশে আসবে না – মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “এক-এগারো বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছে।”...

Related Articles

বিচারের দাবিতে সালমান ভক্তরা মাঠে নামবে

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন করে দায়ের হওয়া হত্যা মামলার...

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন

ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন...

ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা...

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...