ফরিদপুরে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় মোসাদ্দেক আলী বশির (৩৫) নামে এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মহুরি (সহকারী) মজিবর রহমান। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফরিদপুর শহরের বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোসাদ্দেক আলী বশির ফরিদপুর জেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখারহাট এলাকার মৃত ইছাহাক কাজীর ছেলে। তিনি ফরিদপুর জজ কোর্টের একজন প্র্যাকটিসিং আইনজীবী ছিলেন এবং ২০১৮ সালে আইন পেশায় যোগ দেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও স্থানীয় আইনজীবী সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মোসাদ্দেক আলী বশির তার মহুরি মজিবর রহমানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কানাইপুর থেকে শহরের দিকে ফিরছিলেন। পথে বদরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আইনজীবী মোসাদ্দেককে মৃত ঘোষণা করেন। আহত মজিবর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, “আইনজীবী মোসাদ্দেক আলী বশির ও তার সহকারী মজিবর মোটরসাইকেলে আসার পথে অজ্ঞাত ট্রাকের চাপায় দুর্ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি এবং ট্রাকটি শনাক্তে কাজ শুরু করেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও জানান, “ঘটনার তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
নিহতের সহকর্মী আইনজীবী মাহবুবুর রহমান জানান, “মোসাদ্দেক আলী একজন মেধাবী ও পরিশ্রমী আইনজীবী ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ফরিদপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে ন্যায্য তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হবে।”
ফরিদপুর জেলার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম বলেন, “আমরা এক প্রতিশ্রুতিশীল সহকর্মীকে হারালাম। আইনজীবী সমাজের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানাই, ট্রাকচালককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
সড়ক দুর্ঘটনা প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন প্রাণ কেড়ে নিচ্ছে । বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতিতে যান চলাচল, ট্রাকচালকদের অদক্ষতা ও রাস্তার অনিয়মিত অবস্থা দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনা রোধে সড়ক ব্যবস্থাপনায় কড়াকড়ি নীতি ও চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছেন তারা।
Leave a comment