Home আঞ্চলিক পাবনায় ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পাবনায় ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩

Share
Share

পাবনা জেলার সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যারা সকলেই পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে সাইকেল ও মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাঙ্গাবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ একই হাসপাতালে রাখা হয়েছে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, “দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি এবং উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বিস্তারিত তদন্ত চলছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন,“এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। মেধাবী শিক্ষার্থীদের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।”

বাংলাদেশে প্রতিদিনই ঘটছে অসংখ্য সড়ক দুর্ঘটনা, যার বড় অংশের শিকার হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন,“অতিরিক্ত গতি, ক্লান্ত চালক, রাস্তার অব্যবস্থাপনা এবং পর্যাপ্ত নজরদারির অভাব—এসবই প্রাণহানির প্রধান কারণ।”বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম নয় মাসে দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪,০০০ মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে ১২ শতাংশ শিক্ষার্থী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতে ইসলামীর রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের...

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত অন্তত ৩৮

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকালে জ্বালানি বোঝাই একটি ট্যাঙ্কার...

Related Articles

সামিরার কোনো দোষ নেই, সালমান শাহ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন: ডন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য তিন দশক পরও দর্শকদের...

মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল- হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি অভিযোগ করে...

মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরির সুযোগ দেবে সরকার

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে...

যশোরে ২ কোটি টাকার সোনাসহ চোরাকারবারি গ্রেফতার

যশোরে প্রায় দুই কোটি টাকার সোনার বারসহ শেখ অলিউল্লা (৫৫) নামে এক...