উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার মাহদিয়া উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা জানায়, নৌকাটিতে প্রায় ৭০ জন অভিবাসী ছিলেন। তারা অবৈধভাবে ভূমধ্যসাগর পারাপারের চেষ্টা করছিল। নৌকাটি উপকূলের কাছাকাছি ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। কর্মকর্তারা এটিকে এ বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
তিউনিসিয়া বর্তমানে ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। যুদ্ধ, দারিদ্র্য ও সামাজিক অস্থিরতা থেকে পালিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে তারা। বিশেষ করে তিউনিশিয়া হয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপ যাওয়ার পথটি সবচেয়ে জনপ্রিয়। লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার, যা অভিবাসীদের জন্য প্রথম নোঙর পয়েন্ট হিসেবে বিবেচিত হয়।
প্রতি বছর হাজার হাজার মানুষ বিপজ্জনক ভূমধ্যসাগর পারাপারের চেষ্টা করেন। তবে বৈরী আবহাওয়ার কারণে অনেকেই দুর্ঘটনার শিকার হন। স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিশীয় ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশাল রাইটস (FTDES) জানিয়েছে, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী তিউনিসিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পারাপার করেছেন। এর মধ্যে নৌকাডুবিতে অন্তত ৬০০ থেকে ৭০০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। ২০২৩ সালে এ ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১,৩০০-এর বেশি অভিবাসী।
Leave a comment