নেত্রকোণার কেন্দুয়ায় দীর্ঘদিনের অসুস্থতা ও ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেছেন তৌহিদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের চাপুরী গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আইয়ুব আলী ফকিরের ছেলে তৌহিদ ফকির দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন এবং সম্প্রতি তার ক্যান্সার ধরা পড়ে। অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি নিজের গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের এসআই মো. বাবুল মিয়া বলেন, “এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” তিনি আরও জানান, নিহত তৌহিদ ফকির দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়।
Leave a comment