বাংলাদেশি এক যুগলকে অবৈধ কনটেন্ট তৈরি ও আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে প্রচারের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বান্দরবানের হাজীপাড়ার বালাঘাটা এলাকায় গতকাল ভোর সাড়ে তিনটায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।
সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত যুগলের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এছাড়া তারা শুধু নিজেদের ভিডিও তৈরি করেনি, বরং অন্যান্য ব্যক্তিদেরও এ কাজে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুগল দরিদ্র পরিবার থেকে উঠে আসলেও অনলাইনে বিলাসবহুল জীবনধারার ছবি ও তথ্য প্রচার করত। তাদের প্রথম ভিডিও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ২০২৪ সালের মে মাসে প্রকাশিত হয়। এক বছরের মধ্যে তাদের ১১২টি ভিডিও প্রকাশিত হয়েছে, যা ২ কোটি ৬৭ লাখবারের বেশি দেখা হয়েছে। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তারা আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে অবস্থান করেছিল।
সিআইডি সূত্রে জানা যায়, যুগলটি টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে প্রচারণা চালাত এবং নতুন ক্রিয়েটরদের এ কাজে প্রলুব্ধ করত। টেলিগ্রাম চ্যানেলে নতুনদের বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে উৎসাহ প্রদান করত তারা।
সিআইডি জানায়, প্রকাশিত ১১২টি ভিডিও যাতে বাংলাদেশ থেকে দেখা না যায়, সেই ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি এই কাজের মাধ্যমে তারা কী পরিমাণ অর্থ আয় করেছেন, সেই অর্থ কোন মাধ্যমে দেশে এনেছেন, নতুনদেরকে কিভাবে জড়িত করা হতো এবং অর্থ প্রদান প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন করাও সিআইডির অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন,“অনলাইন জগৎ সবার জন্য উন্মুক্ত হওয়ায় নিয়ন্ত্রণ করা কঠিন। তবে আমরা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকল সদস্যকে শনাক্ত এবং আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।”
Leave a comment