জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াত গণমানুষের দল নয় এবং জামায়াত ও আওয়ামী লীগকে তিনি ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ হিসেবেই দেখেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জামায়াত যদি মনে করে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো হবে, তাহলে তারা ভুল করছে। অতীতেও ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, এবার জামায়াতই আওয়ামী লীগকে ব্যবহার করছে। জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে।”
সামান্তা শারমিন আরও জানান, “বাংলাদেশের এবং আন্তর্জাতিক অনেক শক্তি এই পরিস্থিতি দেখাবে যেন মনে হয় দেশের নিয়ন্ত্রণ ইসলামিস্টদের হাতে চলে যাচ্ছে। এভাবে আওয়ামী লীগ তার প্রাসঙ্গিকতা বজায় রাখার চেষ্টা করবে।”
তিনি উল্লেখ করেন, সিভিল সোসাইটিতে আওয়ামী লীগের সমর্থকরা সক্রিয়, আর জামায়াত চেষ্টা করছে তাদের ভোট আকৃষ্ট করতে। জামায়াত চাইছে, যাতে আওয়ামী লীগের ভোটারদের কিছু অংশ তাদের দিকে আসে।
শেষে তিনি বলেন, “জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে আমাদের রাষ্ট্রকর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। তাই এনসিপি পুরোনো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে কোনোভাবে কমপ্লাই করতে বাধ্য নয়। আমরা নিজেদের জোট গঠনের চেষ্টা করব বা নিজেদের সক্ষমতা এই নির্বাচনে যাচাই করব।”
সামান্তা শারমিনের মন্তব্য থেকে স্পষ্ট, এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রাখার মাধ্যমে পুরনো রাজনৈতিক জটিলতা থেকে বিচ্ছিন্ন থাকতে চাচ্ছে।
Leave a comment