কক্সবাজারের বিখ্যাত ইনানী মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ কে এম জিয়াউল করিম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ইনানী ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউল করিম চট্টগ্রামের জালালাবাদ পশ্চিম খুলশী এলাকার মৃত আবদুল কাইয়ুমের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার (নম্বর: ঢাকা মেট্রো-গ-১৪-৮৩৭৩) ইনানীমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় দুই গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে।
স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুইটি যানবাহন জব্দ করেন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেছি। দুর্ঘটনার কারণ বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও জানান, “পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে মেরিন ড্রাইভে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” কক্সবাজারের এই বিখ্যাত উপকূলীয় সড়কটি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হলেও, সাম্প্রতিক সময়ে সেখানে দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুতগামী গাড়ি, সড়কের বাঁক, অপর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অসচেতন ড্রাইভিং এসব দুর্ঘটনার মূল কারণ।
Leave a comment