বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন জামাই ও তার শাশুড়ি। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—গিয়াস উদ্দিন বয়াতী (৩০) ও তার শাশুড়ি নাজমা বেগম (৪৫)। গিয়াস উদ্দিন মৃত আব্দুর রহিম বয়াতীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানা পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত জামাই-শাশুড়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, সম্প্রতি মোরেলগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধারের পাশাপাশি একাধিক চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, এ ধরনের অভিযান আরও বাড়ানো দরকার, কারণ এলাকায় মাদকের ছোবল দিন দিন বাড়ছে এবং এতে তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী অভিযানে শুধু সরবরাহকারীদের নয়, মাদক কারবারের সঙ্গে জড়িত মূল হোতাদেরও চিহ্নিত করার কাজ চলছে।
Leave a comment