ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর চেকপোস্ট এলাকায় আটক হওয়া ১৫ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিএসএফ সদস্যরা হাকিমপুর চেকপোস্ট এলাকায় ১৫ জন বাংলাদেশিকে আটক করে। পরে সাতক্ষীরার তলুইগাছা বিওপি ও ভারতের আমুদিয়া কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক বাংলাদেশিদের থানার মাধ্যমে জিম্মায় নেওয়া হয়। পরবর্তীতে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আটক হওয়া সবাই সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা কীভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে ।
Leave a comment