মাদারীপুরের শিবচর পৌর বাজারে হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামি রাকিব মাদবরকে (২৮) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে । রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শাখার সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাকিব চরশ্যামাইল এলাকার বাসিন্দা নাসির মাদবরের ছেলে। সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিলেন তিনি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৬ মে শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম সর্দারের লোকজনের সঙ্গে রাকিব মাদবরদের বিরোধ হয়। ওই সংঘর্ষে আবুল কালামের ছেলে ইবনে সামাদ নিহত হন। ঘটনাটির পর হত্যা মামলা হয় এবং রাকিব ওই মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হন।
সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর তিনি এলাকায় ফেরেন। কিন্তু প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্ব অব্যাহত ছিল। রবিবার রাতে তিনি বাজারে অবস্থানকালে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রাকিব।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, তদন্ত শুরু হয়েছে। নিহত রাকিব ছিলেন ইবনে সামাদ হত্যা মামলার আসামি। সেই মামলার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাদারীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষ প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মামলায় জামিনে মুক্ত আসামিদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের ঝুঁকি থেকেই যায়।
রাকিব মাদবর হত্যাকাণ্ড স্থানীয় দ্বন্দ্ব ও প্রতিশোধ রাজনীতির ভয়াবহ দিককে আবারও সামনে নিয়ে এলো। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও এলাকায় স্থায়ী শান্তি ফেরাতে দীর্ঘমেয়াদি সমাধান জরুরি হয়ে উঠেছে।
Leave a comment