এশিয়া কাপে আজ আবুধাবিতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সহজ জয় পাওয়া বাংলাদেশ এবার নামছে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। ম্যাচের আগে শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালাঙ্কা মনে করিয়ে দিয়েছেন, তারাই টি–টোয়েন্টি সংস্করণের বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন।
সংবাদ সম্মেলনে আসালাঙ্কা জানান, আবুধাবির উইকেটে নতুন বল কিছুটা চ্যালেঞ্জিং হলেও একবার নরম হয়ে গেলে ব্যাটিং অনেক সহজ হয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা জানি, যেহেতু আমরা চ্যাম্পিয়ন, তাই অনেক দূর যেতে পারব। খেলোয়াড়দের কাছে এটা ভালো করার বাড়তি প্রেরণা।’
শ্রীলঙ্কার অধিনায়ক আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য ভেন্যুর তুলনায় আবুধাবি ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে ভালো জায়গা। একবার বল নরম হলে এখানে ব্যাট করা আনন্দের, আর আউটফিল্ডও দ্রুত।’
টি–টোয়েন্টি ফরম্যাটে শেষ ১০ বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সমান আটটি করে জয় পেয়েছে। রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া ম্যাচে দুই দলই তাই সমান তালে লড়াইয়ের প্রত্যাশায় মাঠে নামছে।
Leave a comment