Home আন্তর্জাতিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার বিশ্বকাপ খেলা দুই ক্রিকেটার
আন্তর্জাতিক

ডাকাতির ঘটনায় গ্রেপ্তার বিশ্বকাপ খেলা দুই ক্রিকেটার

Share
Share

পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিন দোরিগা ডাকাতির অভিযোগে ব্রিটেনের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল জার্সিতে গ্রেপ্তার হয়েছেন। ২০২১ ও ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া এই উইকেটকিপার-ব্যাটসম্যান বর্তমানে জার্সিতে অনুষ্ঠিত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ লিগ খেলতে গিয়েছিলেন। কিন্তু খেলার মাঠ থেকে হঠাৎই তিনি খবরের শিরোনামে এসেছেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার কারণে।

স্থানীয় সংবাদমাধ্যম ও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটগুলো জানিয়েছে, গত সোমবার সকালে রাজধানী সেন্ট হেলিয়ারে একটি ডাকাতির ঘটনা ঘটে। এতে দোরিগার সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। পরবর্তীতে বুধবার তাঁকে স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তিনি অভিযোগ স্বীকার করেন। আদালত মামলাটিকে গুরুতর বিবেচনা করে রয়্যাল কোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেখানে আগামী ২৮ নভেম্বর তাঁর হাজিরা দেওয়ার কথা রয়েছে। এ সময় পর্যন্ত জামিন না মেলায় দোরিগাকে জার্সিতেই হেফাজতে রাখা হবে।

চ্যালেঞ্জ লিগ খেলতে মাত্র এক সপ্তাহ আগে দল নিয়ে জার্সিতে পৌঁছেছিল পাপুয়া নিউগিনি। এ গ্রুপে প্রথম দুটি ম্যাচে অংশ নেন দোরিগা। ডেনমার্কের বিপক্ষে তিনি করেন ৬৮ রান এবং কুয়েতের বিপক্ষে ১২ রান। কিন্তু এরপরপরই ডাকাতিতে জড়িত হয়ে ধরা পড়েন তিনি। এর ফলে কেনিয়া ও স্বাগতিক জার্সির বিপক্ষে ম্যাচে অংশ নিতে পারেননি। আগামীকাল কাতারের বিপক্ষে দলের শেষ ম্যাচেও তিনি স্বাভাবিকভাবেই খেলবেন না।

এ ঘটনায় ক্রিকেট অঙ্গনে বিস্ময় ছড়িয়ে পড়েছে। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৩৯ ওয়ানডে ও ৪৩ টি–টোয়েন্টি খেলেছেন দোরিগা। দুটি সংস্করণ মিলিয়ে করেছেন ১ হাজার ৮৯ রান, সঙ্গে ক্যাচ নিয়েছেন ৪৯টি এবং স্টাম্পিং করেছেন ১১টি। তবে মাঠের সাফল্যের সবকিছুই এখন আড়ালে চলে গেছে তাঁর অপরাধের কারণে।

পাপুয়া নিউগিনি দলের জন্য এই ঘটনাকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত অংশ নেওয়া একটি দলের গুরুত্বপূর্ণ সদস্য এমন গুরুতর অপরাধে সম্পৃক্ত হওয়ায় প্রশ্ন উঠেছে দলীয় শৃঙ্খলা এবং খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি নিয়ে। ক্রিকেটবিশ্বে এই ঘটনা এক অস্বস্তিকর আলোচনার জন্ম দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আজ বিশ্ব স্ট্রোক দিবস

স্ট্রোকের ঝুঁকি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বাড়াতে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে স্ট্রোক দিবস। প্রতি বছর ২৯ অক্টোবর পালিত হয় বিশ্ব স্ট্রোক দিবস,...

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, ১৪ সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান ও নৌ-হামলায় অন্তত ১৪ জন সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট...

Related Articles

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৫

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা প্রদেশের হেরমোসিলো শহরে একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৫...

ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৪ চোরাচালানকারী আটক

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও জিলেট...

কেনিয়ার রিফট ভ্যালিতে ভয়াবহ ভূমিধস, নিহত ১৩

কেনিয়ার পশ্চিমাঞ্চলের রিফট ভ্যালি অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু...

জাকির নায়েককে আটক করতে কেন মরিয়া নরেন্দ্র মোদি সরকার

বিশ্বখ্যাত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর ঘিরে ভারত ও...