Home জাতীয় ভারত জুলাই বিপ্লবকে ষড়যন্ত্র বলায় সমালোচনা
জাতীয়

ভারত জুলাই বিপ্লবকে ষড়যন্ত্র বলায় সমালোচনা

Share
Share

বাংলাদেশের জুলাই বিপ্লবকে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরা ছিল ভারতের নিজস্ব ব্যর্থতা আড়াল করার কৌশল—এমন মন্তব্য করেছেন ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ার–এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভারাদারাজন। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই উদ্‌যাপনের ছবি ও গণতান্ত্রিক আন্দোলনের বার্তা ছড়িয়ে পড়লেও ভারত সরকার ও তাদের ঘনিষ্ঠ গণমাধ্যম গুজবকে প্রশ্রয় দেয়, যেন আন্তর্জাতিক পরিসরে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা যায়।

শুক্রবার ঢাকায় শুরু হওয়া দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৫’–এর বিশেষ এক অধিবেশনে এসব মন্তব্য করেন সিদ্ধার্থ ভারাদারাজন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনের আয়োজন করেছে গবেষণা প্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিকস (দায়রা)। আলোচনার বিষয় ছিল মিডিয়া, রিউমার অ্যান্ড ন্যারেটিভ: পোস্ট জুলাই বাংলাদেশ ইন দ্য সাউথ এশিয়ান ফ্রেম’

ভারাদারাজন বলেন, ভারতের নীতিনির্ধারকেরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করতেন শেখ হাসিনা ভারতের জন্য সবচেয়ে নিরাপদ ভরসা। মনমোহন সিং থেকে নরেন্দ্র মোদি—সব সরকারই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ব্যাপারে তৎপর ছিল। বিনিময়ে শেখ হাসিনা ভারতের শাসক দলের ঘনিষ্ঠ শিল্পগোষ্ঠী, বিশেষ করে আদানি গ্রুপকে নানা সুবিধা দিয়েছেন। কিন্তু এই ঘনিষ্ঠতা শেষ পর্যন্ত ভারতকেও জটিল অবস্থায় ফেলেছে।

তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার পতনের প্রথম দিনগুলোতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছিল উদ্‌যাপনের ছবি, তবে এক দিনের ব্যবধানেই ভারতীয় সংবাদমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে—বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা চলছে, দাঙ্গা ছড়িয়ে পড়েছে, গণহত্যা শুরু হয়েছে। ভুয়া ফুটেজ, কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্মিত ছবি ব্যবহার করে এসব খবর প্রচারিত হয়। আর ভারত সরকার ইচ্ছাকৃতভাবেই এই মিথ্যা বয়ান চলতে দেয়।

ভারাদারাজনের মতে, এভাবে জুলাই বিপ্লবকে ‘হিন্দুবিরোধী ষড়যন্ত্র’ হিসেবে তুলে ধরা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন বাড়ানোর কৌশল ছিল। কারও বক্তব্যে পাকিস্তানকে দায়ী করা হলো, আবার কেউ যুক্তরাষ্ট্রের তথাকথিত ডিপ স্টেট বা জামায়াতে ইসলামীর নাম টানলেন। এতে একদিকে মোদি সরকারের পররাষ্ট্রনীতির ব্যর্থতা আড়াল হলো, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণও গভীরতর হলো।

তিনি সতর্ক করে বলেন, দ্রুত কিন্তু ভুল খবর দেওয়ার চেয়ে দেরিতে হলেও সঠিক খবর দেওয়া অনেক বেশি দায়িত্বশীল সাংবাদিকতার উদাহরণ। সাংবাদিকদের তথ্য যাচাইকে সর্বাগ্রে রাখতে হবে। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ভারতের কিছু সংবাদমাধ্যম বাংলাদেশকে নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করেছে। তবে সামগ্রিকভাবে ভারতের গণমাধ্যম বাংলাদেশের প্রতি ইতিবাচক নয়, বরং শত্রুভাবাপন্ন মনোভাবই বেশি প্রাধান্য পাচ্ছে।”

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস নতুন উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজের উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন। রোববার (২৬ অক্টোবর) তিনি লিখিতভাবে জানিয়েছেন, যদি তিনি কোনো কারণে পদে থাকতে না পারেন,...

এক-এগারো আর বাংলাদেশে আসবে না – মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “এক-এগারো বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছে।”...

Related Articles

বিচারের দাবিতে সালমান ভক্তরা মাঠে নামবে

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন করে দায়ের হওয়া হত্যা মামলার...

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন

ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন...

ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা...

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...